পোস্টগুলি

নিঝুম রাত

নিঝুম রাত নিঝুম রাতে জেগেছি একলা ঝিম-ঝিম তালে ডাকছে ঝি ঝি পোকা একলা গাছে ডাকে হুতুম পেচা দূর আকাশে হাজার তারার মেলা কি যেন কি তালে ছোট-ছুটির খেলা। নিঝুম রাতে জেগেছি একেলা হৃদয় মাঝে চেনা সুর দেয় দোলা স্মৃতির দরজা খোলা তারার মেলায়, কল্পলোকের কল্পনায় ভাসি আমি স্মৃতিময় দিনগুলো আকা মনের চিত্রপটে। মাতাল হাওয়া বহে মনের আঙিনায় ডাক দিয়ে যায় বনের কোকিল নিঝুম রাতে তারে ধরা বিষম দায় হারানো দিন ফিরে আর আসে না দিন হারিয়ে কেউ কাদে, আর কেউ কাদে না। নিঝুম রাতে জেগে আছি একেলা পুরনো স্মৃতি সাথী আমার- ভাবি তাহা বারে-বারে, ঘুম যে আসেনা চোখের কোনে হারানোর বারি হারানো দিনের কথা ভুলতে না পারি।

বিচ্ছিন্নতা বিরহ

আজ মনে হয় তাই সত্যি দূরে থাকলেই বুঝি সব পর হয়- নিরবে বয়ে যায় অশ্রুনদী, দেখবে কে আর? আবার মনে হয় তাই সত্যি বন্ধ দোয়ার বন্ধই থাকে খোজ নেয় না হল কি- হৃদয়ের তার ছিন্ন হয় বুঝি। এখনও মনে হয় তাই সত্যি দূরে গেলে ভুলে যায়- স্মৃতিরা ছিন্নপত্র পল্লব যে মনে রাখে সেই ব্যাথা পায় বুক জুড়ে বয় কান্নার স্রোত (চলবে) শফিকুল ইসলাম