নিঝুম রাত

নিঝুম রাত


নিঝুম রাতে জেগেছি একলা
ঝিম-ঝিম তালে ডাকছে ঝি ঝি পোকা
একলা গাছে ডাকে হুতুম পেচা
দূর আকাশে হাজার তারার মেলা
কি যেন কি তালে ছোট-ছুটির খেলা।

নিঝুম রাতে জেগেছি একেলা
হৃদয় মাঝে চেনা সুর দেয় দোলা
স্মৃতির দরজা খোলা তারার মেলায়,
কল্পলোকের কল্পনায় ভাসি আমি
স্মৃতিময় দিনগুলো আকা মনের চিত্রপটে।

মাতাল হাওয়া বহে মনের আঙিনায়
ডাক দিয়ে যায় বনের কোকিল
নিঝুম রাতে তারে ধরা বিষম দায়
হারানো দিন ফিরে আর আসে না
দিন হারিয়ে কেউ কাদে, আর কেউ কাদে না।

নিঝুম রাতে জেগে আছি একেলা
পুরনো স্মৃতি সাথী আমার-
ভাবি তাহা বারে-বারে, ঘুম যে আসেনা
চোখের কোনে হারানোর বারি
হারানো দিনের কথা ভুলতে না পারি।

মন্তব্যসমূহ

নামহীন বলেছেন…
Khub sundor hoyeche vaiya.
আপনাকে অনেক ধন্যবাদ।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হরি দল ও অক্ষরজ্ঞানহীন দরিদ্র কৃষক হরিপদ কাপালী

"বাদল দিনের প্রথম কদম ফুল"

ট্রাইজেমিনাল নিউরালজিয়ার চিকিৎসায় অগ্রগতি - আত্মহত্যার রোগ