বিচ্ছিন্নতা বিরহ




আজ মনে হয় তাই সত্যি
দূরে থাকলেই বুঝি
সব পর হয়-নিরবে বয়ে যায় অশ্রুনদী,
দেখবে কে আর?
আবার মনে হয় তাই সত্যি
বন্ধ দোয়ার বন্ধই থাকে
খোজ নেয় না হল কি-
হৃদয়ের তার ছিন্ন হয় বুঝি।
এখনও মনে হয় তাই সত্যি
দূরে গেলে ভুলে যায়-
স্মৃতিরা ছিন্নপত্র পল্লব
যে মনে রাখে সেই ব্যাথা পায়
বুক জুড়ে বয় কান্নার স্রোত (চলবে)
শফিকুল ইসলাম

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হরি দল ও অক্ষরজ্ঞানহীন দরিদ্র কৃষক হরিপদ কাপালী

"বাদল দিনের প্রথম কদম ফুল"

ট্রাইজেমিনাল নিউরালজিয়ার চিকিৎসায় অগ্রগতি - আত্মহত্যার রোগ