ছোটদের দু'টি গান
১. বান্ধবী কই বন্ধুরা কই- চল সবে স্কুলে হাতে নিয়ে বই স্কুলে এসে পড়া লেখা শেষে সবে মিলে গাছ তলে করি হৈ চৈ।।(ঐ) জীবনটা সাজাতে শিক্ষা চাই, শিক্ষা ছাড়া কোন উপায় নাই সকলের তবে প্রতি ঘরে ঘরে জ্ঞানের মশাল মোরা বয়ে বেড়াব অশিক্ষিত লোক দেশের বোঝা তাকে নিয়ে পেতে হয় সবাই সাজা সেই বোঝা কমাতে মোরা একসাথে জ্ঞানের আলো মোরা জ্বালিয়ে যাব।।(ঐ) ২. আমরা পড়ালেখা করব আমরা পড়ালেখা করব শিক্ষার আলো জ্বেলে ছেলে মেয়ে সবে মিলে জীবনটাকে মোরা গড়ব। ঐ মোরা আলোর পথে দলে দলে চলব পা ফেলে তালে তালে যত ছাত্রী ছাত্রী দল বলরে এবার বল বর্ষার মত মোরা ঝড়ব। ঐ মোরা করি নাক ডর শত বাধা ঝড় সবাই সবার মোরা হোক নাক পর তাই এস হাতে হাতে রেখে হৃদয়ের রং মেখে সত্যের পথে মোরা চলব।। ঐ