আমার মা



প্রথমে কবির ভাষায়  বলতে হয়-

যার গর্ভেতে জন্ম নিয়েছি 
দেখেছি পৃথিবীটাকে 
দেখিনি দেবতা, 
দেখেছি আমার 
জন্মদায়িনী মা'কে।

আমার মা আমার জীবনের সবচেয়ে, গুরুত্বপূর্ণ ব্যক্তি, জন্ম থেকে আজ পর্যন্ত আমার মায়ের অবদানই আমার কাছে সবচেয়ে বেশি। 
ইংরেজিতে একটি কথা আছে-
"There is no mother who does not love her child. " অর্থাথাৎ এমন কোনো মা নেই যে সন্তানকে ভালোবাসে না। 
এ পৃথিবীতে আমার মাই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। 
কবির ভাষায় বলতে ইচ্ছে করে- 
মাগো তুমি কোথায় গেলে 
জানতে ইচ্ছে করে। 
তোমার কথা মনে হলেই
অশ্রু চোখে ঝড়ে। 
আমি আমার মাকে ছাড়া এক মুহুর্তও ভাবতে পারি না। জন্মের পর থেকে আজ পর্যন্ত যার পরিশ্রমে ও সেবাসত্বে আমি বড় হয়েছি তিনি আমার মা।
আমার মা আমার কাছে সুন্দর ও প্রিয় ব্যক্তি। আমার মা একজন উচ্চশিক্ষিত ও রিচক্ষণ ব্যক্তি। আমার মা  পেশায় একজন শিক্ষক। আমার মা ধার্মিক একজন শিক্ষক, ন্যায়নিষ্ট, সত্যবাদী এবং মিষ্টভাষী। আমার মা খুবই মেধাবী। আমার  মা গৃহিণী ও বটে। রান্ন-বান্নাসহ সংসারের যাবতীয় কাজ তিনি একাই করেন।

আমার মাঁ আমার সুখ দুঃখের সাথী। আমার সাফল্যে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি। আমার মা আমাকে পরম মায়া মমতা ও যত্নে প্রতিপালন করেন। আমি অসুস্থ হয়ে পছেলে আমার মা খুবই চিন্তিত হয়ে পড়েন। তিনি নাওয়া খাওয়া ভুলে

গিয়ে আমার সেবাযত্ন করতে থাকেন। তাইতো কবি বলেছেন-

হেরিলে মায়ের মুখ
দূরে যায় সব দুঃখ।

আমার মাই আমার জীবনের প্রথম শিক্ষাক মার কাছেই আমার খাতেখড়ি হয়েছে। আমার সফলতায় আমার মা খুব খুশি হন। মা আমাকে নিয়ে অনেক গর্ববোধ করেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হরি দল ও অক্ষরজ্ঞানহীন দরিদ্র কৃষক হরিপদ কাপালী

"বাদল দিনের প্রথম কদম ফুল"

ট্রাইজেমিনাল নিউরালজিয়ার চিকিৎসায় অগ্রগতি - আত্মহত্যার রোগ