আপনার আইফোন ও আইপ্যাড নিরাপদ আছে তো?


আইওএস ও আইপ্যাডএসসহ বিভিন্ন অপারেটিং সিস্টেমে ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে

আইওএস ও আইপ্যাডএসসহ বিভিন্ন অপারেটিং সিস্টেমে ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে।

আইওএস, আইপ্যাডওএসসহ নিজেদের বিভিন্ন অপারেটিং সিস্টেমে ‘জিরো ডে’ ঘরানার দুটি নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়ার পর তড়িঘড়ি করে সেগুলোর সমাধান করেছে অ্যাপল। পুরোনো সব সংস্করণে নিরাপত্তাত্রুটিগুলো থেকে যাওয়ায় সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে দ্রুত আইওএস, আইপ্যাডওএসসহ বিভিন্ন অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হরি দল ও অক্ষরজ্ঞানহীন দরিদ্র কৃষক হরিপদ কাপালী

"বাদল দিনের প্রথম কদম ফুল"

ট্রাইজেমিনাল নিউরালজিয়ার চিকিৎসায় অগ্রগতি - আত্মহত্যার রোগ